নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় আরো এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

3এ নিয়ে হাসপাতালের আয়া ও নার্সদের সাথে বাকবিতন্ডা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতে পরিবার সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বেগুনাই গ্রামের আল আমিন এর শিশু নবজাতক গত শনিবার সদর আধুনিক হাসপাতালে জন্ম গ্রহণ করে। এরপর থেকে ওই নবজাতক শ্বাসকষ্টে ভুুগেছিল। তার স্বজনদের অভিযোগ বার বার শিশু বিশেষজ্ঞদের কাছে গেলেও তারা শিশুটিকে একবার ও এসে দেখেন নি।

উল্লেখ্য যে শিশুটির পিতা বলেন, চিকিৎসকদের নিয়োজিত দালালরা বারবার এসে তাকে বলে চিকিৎসক ডাঃ আবু সুফিয়ানের প্রাইভেট চেম্বারে নিয়ে চিকিৎসা করার জন্য পরামর্শ দেয়। রবিবার ওই সময় শিশুর মৃত্যু কোলে ঢলে পড়ে। রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে নার্স ও আয়াদের গালমন্দ করে। তারাও তাদের দিকে তেড়ে আসে। এক পর্যায়ে উভয়ের মাঝে তর্কাতর্কি হয়।

উল্লেখ্য গত ১ সপ্তাহে চিকিৎসার অবহেলায় ৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

নিউজবাংলা/একে