নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

পোষাক শিল্প নিয়ে দেশে যখন চরম হতাশা বিরাজ করছে তখন দেশে বাইসাইকেল তৈরি শিল্পের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এক সময় বিদেশ থেকে বাংলাদেশে বাই সাইকেল আমদানী হত। এখন বিদেশে রপ্তানী শিল্প হিসাবে বাই সাইকেল গুরুত্বপুর্ণ অবস্থানে চলে এসেছে।

আর এই নতুন সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ করে আশাতীত সাফল্য পেতে চলেছে প্রাণ-আরএফএল গ্র“প। অতি অল্প সময়ে তাদের ‘দুরন্ত’ বাইসাইকেল বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করতে স্বক্ষম হয়েছে। দেশীয় নামের এই পণ্যের জন্য ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশে মার্কেটিং এর জন্য চুক্তি হয়েছে।

প্রাণ-আরএফএল গ্র“পের অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থাকলেও ‘দুরন্ত’ বাইসাইকেল উৎপাদন হয় শুধু মাত্র হবিগঞ্জের অলিপুরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায়। গত মাসে এই ইন্ডাস্ট্রির ১ বছর পূর্তি হলেও বইসাইকেল উৎপাদন শুরু হয়েছে মাত্র ৬মাস আগে। এরই মধ্যে তারা বাজিমাত করেছে দেশে-বিদেশে। বলা যায় ‘দুরন্ত’ বাইসাইকেলের উড়ন্ত সূচনা হয়েছে।

অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল এর জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হাসান জানান, ‘দুরন্ত’ বাইসাইকেল বিভিন্ন সাইজ ও ক্যাটাগরিত তৈরি করা হয়। ইতোমধ্যে দেশের বাজারে এই সাইকেল পাওয়া যায়। বিদেশ থেকেও প্রচুর অর্ডার এসেছে। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৬ ইঞ্চি, ১৮ ইঞ্চি, ২২ ইঞ্চি, ২৬ ইঞ্চি ও ২৮ ইঞ্চি উচ্চতার বাইসাইকেল তৈরি হয়। এই সাইকেলের মূল্য ৬ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। বিদেশে রপ্তানী হয়, ২০ হাজার, ২৫ হাজার, ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মূল্যের বাইসাইকেল।

তিনি আরও জানান, ভারত, চীন ও জার্মানী থেকে বাইসাইকেল তৈরির কাঁচামাল আনা হয়। অলিপুরের কারখানায় প্রতিদিন ১ হাজার বাইসাইকেল উৎপাদন হয়। ভবিষ্যতে এর উৎপাদন ক্ষমতা আরও ৫শ থেকে ৬শ বৃদ্ধি পাবে। বাইসাইকেল তৈরিতে বহু নারী শ্রমিকও কাজ করছে বলে তিনি জানান।

তিনি এ ও জানান, ‘দুরন্ত বাইসাইকেলের মান উন্নত হওয়ায় এবং কারখানার পরিবেশে মানসম্মত হওয়ায় বিদেশী কোম্পানীগুলো এই সাইকেলের প্রতি বিশেষভাবে আগ্রহী। বাইসাইকেল উৎপাদনে যাওয়ার কিছুদিনের মাঝেই আমেরিকার আরসোম অ্যাকটেল কোম্পানী ১ লক্ষ বাইসাইকেল ক্রয়ের জন্য প্রাণ-আরএফএল কোম্পানীর সাথে চুক্তি করেছে। এছাড়াও প্রাণ-আরএফএল কোম্পানীর সাথে গত ৩০ এপ্রিল চুক্তি করেছে এশিয়ান নরডিক গ্র“প। প্রাণআরএফএল এর তৈরিকৃত বাইসাইকেল তারা বি’ফেয়ার ব্র্যান্ড নামে বিভিন্ন দেশে বাজারজাত করবে।

প্রাণ-আরএফএল এর জনসংযোগ কর্মকর্তা সুজন মাহমুদ জানান, নরডিক গ্র“প প্রাণ-আরএফএর বাইসাইকেল সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ২৯টি দেশের বাজারে বিক্রি করবে। বি’ফেয়ার বাইসাইকেল ডেনমার্কের একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ড। সে দেশে বাইসাইকেল খুবই জনপ্রিয়। রাস্তায় আলাদা বাইসাইকেল লেন রয়েছে। বাংলাদেশসহ অন্যন্য দেশেও পরিবেশ বান্ধব ও জ্বালানী বিহীন এই বাহন জনপ্রিয় হচ্ছে। এটি স্বাস্থের জন্য ভাল এবং অর্থসাশ্রয়ী।

নিউজবাংলা/একে