নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:

 

ভোলা সংবাদদাতা:

ভোলা: ভোলায় পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে জামাল (৪৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান তাদের বরখাস্তের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হান্নান ও মাঈনুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুরো বিষয় তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা-ভেদুরিয়া সড়কের বিভিন্ন স্থানে ধান শুকাতে দেন জামালসহ স্থানীয় কয়েকজন কৃষক। এসময় কনস্টেবল হান্নান ও মাঈনুল এসে তাদের ধান শুকাতে বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন জামাল। এসময় পুলিশ তাকে ধাওয়া করলে পাশের পুকুরে পড়ে যান তিনি।

পরে জামালকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর স্থানীয় জনগণ হান্নান নামে এক কনস্টেবলকে গণপিটুনি দেয় ও ভোলা-ভেলুমিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

নিউজবাংলা/একে