নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার চাঁদ মিয়ার ঘরে এখন চাঁদের আলো ছড়িয়েছে লাভলী আক্তার।

সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বেলকা গ্রামের চাঁদ মিয়ার ৪ সন্তানের মধ্যে ১ম কন্যা লাভলী আক্তার। দিনাজপুর শিক্ষা বোর্ড অধিনে সে চলতি বছর এইচএসসি পরীক্ষায় বেলকা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। চাঁদ মিয়া একজন দরিদ্র কৃষি শ্রমিক। শ্রম বিক্রি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কন্যা জিপিএ-৫ পাওয়ায়   গর্বিত এই পিতার দীর্ঘশ্বাস তিনি কি পারবেন কন্যার লেখপড়া সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে? এছাড়া লাভলীর ছোট বোন লাইজু আক্তার (৪র্থ শ্রেণী ), ভাই জাকারিয়া ইসলাম দিপু (২য় শ্রেণী ) ও জিহাদ ইসলাম দুখু (শিশু শ্রেণীতে) পড়াশুনা করায় দরিদ্র পিতা চাঁদ মিয়া এখন অন্ধকার দেখছেন। অভাব অনটন লাভলীর উদ্যামকে থামাতে পারেনি। নিজের পড়াশুনার খরচ চালানোর জন্য সে নিজের পড়াশুনার ফাঁকে গৃহ শিক্ষকতা করেছে। লাভলী ২০১৩ সালে বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ লাভ করে। ২০১৪ সালে বাংলাদেশ স্টাডিজ মেধা অন্বেষণ প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে। তার আশা পড়াশুনার খরচ পেলে উচ্চ শিক্ষা গ্রহন করবে। কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম মন্ডল জানান, লাভলীর পড়াশুনার খরচে আমরাও কিছুটা হলেও সহযোগীতা করেছি। কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত লাভলী উচ্চ শিক্ষা গ্রহন করে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করবে এ আশা করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল জানান, লাভলী ভাল কলেজে পড়াশুনার সুযোগ পেলে তাকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

নিউজবাংলা/একে