নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর ও চন্ডিছড়া চা বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাগান পঞ্চায়েত নেতৃৃবৃন্দ। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফের হাতে স্মারকলিপিটি তুলে দেয়া হয়।

এসময় বাগান পঞ্চায়েত নেতা স্বপন সাওতাল, সাধন সাওতাল, বীরেন্দ্র ভৌমিক, স্বপন তাতীসহ চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে চা শ্রমিকদের আবাসস্থল, জমি এমনকি শ্মশানও হুমকির মুখে। বালু উত্তোলনের ফলে ঢাকা-সিলেট সাবেক মহাসড়কের ৭টি ব্রীজ হুমকির মুখে। বাগানের সামান্য একটি ছড়া থেকে বালু তুলতে গিয়ে সেটিকে বিশাল নদীতে পরিণত করা হয়েছে।

এদিকে ডাককান ব্রাদার্স এর মালিকানাধীন চানপুর চা বাগানের ব্যবস্থাপক অবৈধ বালু উত্তোলনের জন্য ৩০ জুন জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনে বলা হয় আদালতের নিষেধাজ্ঞার পরও একটি প্রভাবশালী মহল বাগান থেকে অবৈভাবে বালু উত্তোলন করছে। এতে করে ভূমি ধ্বসসহ ব্যাপক ক্ষতির আশংকা করছেন তারা।

চা শ্রমিক নেতা স্বপন সাওতাল বলেন, একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করায় বাগানে ধ্বসের ঘটনা ঘটছে। এতে চা শ্রমিকরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই এই বালু উত্তোলন বন্ধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজবাংলা/একে