নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই বছর পর শওকত আলী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।

তিনি সখীপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাচ্ছু মিয়ার ছেলে। গত শনিবার বিশ্ববিদ্যালয় কলোনি থেকে মতিহার থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত দুই বছর আগে শওকত আলী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। তারপর দীর্ঘ দুই বছর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অজ্ঞাত পরিচয় লাশের ছবি দেখে তাঁর পরিবারের লোকজন মতিহার থানায় উপস্থিত হয়ে শওকতকে শনাক্ত করে। শওকতের বাবা বাচ্ছু মিয়া বলেন, ‘দুই বছর আগে বাড়ির কাউকে কিছু না বলে সে চলে যায়। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। আমার বাবাকে জীবিত ফিরে পেলাম না, পেলাম লাশ।’ মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলোনি থেকে শরীরে বিদ্যুতের তার জড়ানো অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত করে আঞ্জুমান মুফিদুল ইসলামে লাশ দাফন করতে বলা হয়। সোমবার ওই যুবকের স্বজনরা এসে লাশ শনাক্ত করে।

নিউজবাংলা/একে