নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:
ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামীর (জিয়াউর রহমান) চেয়ে চালাক। ওনি ভুয়া মিথ্যা জন্মদিন পালন করার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন। বেগম জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে বাংলাদেশের হৃদয় কাটেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া পঁচাত্তরের খুনিদের সঙ্গে নিয়ে আনন্দ উল্লাস করার ঔদ্ধত্য দেখান। তিনি মানুষ পোড়ানো খুনি, আগুন সন্ত্রাসী। এসব খুনিদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জঙ্গিদের মূল উপরে দিতে হবে।’
বুধবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব স্মরণিকার মোড়ক উন্মোচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের বুক থেকে সামরকি শাসনের জঞ্জাল কেটে ফেলার চেষ্টা করছেন। এটাই হবে আমাদের অঙ্গিকার ও সিদ্ধান্ত। বাংলাদেশে সামরিক শাসনের জঞ্জাল থেকে রেহাই পাওয়ার জন্য সকলে সহযোগিতা করবো।’
তিনি বলেন, ‘যারা একাত্তর সালে পরাজিত হয়েছে, সেই জামায়াতি চক্র ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে। সেই চক্রান্তকারীরা ইতিহাসের অন্ধকারের বাসিন্দা। একাত্তরের খুনিরা আর ৭৫ খুনিরা একই। তারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতির চর্চা করে। তারা রাজনীতিতে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এরা ইতিহাসের আস্তাকূরে নিক্ষেপ হয়েছে। কিন্তু আজকে শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর আদর্শ সমহিমায় আবির্ভূত হয়েছে।’
বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, ‘একটা স্মরণিকায় বঙ্গবন্ধুর সব কর্মকাণ্ড লিপিবদ্ধ করা কঠিন কাজ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশ মানেই কয়েক হাজার বছরের ইতিহাসের ধারা। বাংলাদেশকে বুঝতে হলে ১-২ হাজার বছরের ইতিহাসের দিকে তাকাতে হবে। ৪৭ সালের রাজনীতিতে যে ঐতিহাসিক ভুল হয়েছিল বঙ্গবন্ধু একাত্তর সালে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই ভুলটি শুধরে দেন। শসস্ত্র সংগ্রাম, নিরস্ত্র সংগ্রাম ও নির্বাচন এই তিনটির সমন্বয় ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু। ২৬ মার্চ স্বাধীনতা দিবস বললেও মূলত তা ৭ মার্চ।’
আয়োজক সংগঠনের যুগ্ম-আহ্বায়ক গৌরাঙ্গ লাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরককার রানা, সংগঠনের সদস্য সচিব বাবু রাম হালদার প্রমুখ।

নিউজবাংলা/একে