তিন চাকা বিশিষ্ট যান বন্ধ হওয়ায় দুর্ঘটনা কমেছে: সেতুমন্ত্রী
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ঘটনা কমেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনা হ্রাসকল্পে ২০টি বাকের প্রশস্তকরণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এ দাবি করেন।
এসময় মন্ত্রী বলেন, মহাসড়কে লাশের মিছিল বন্ধে তিন চাকার যানচলাচল বন্ধ করা হয়েছে। যদিও এ উদ্যোগ নেয়ার পর কিছু মানুষের জীবিকা নির্বাহে সমস্যা হচ্ছে। এ জন্য সুশীল সমাজের কেউ কেউ সমালোচনা করছেন। তবে বৃহত্তর স্বার্থে মহাসড়কগুলো তিন চাকার যানবাহন মুক্ত হওয়া দরকার।
কেননা জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গত কয়েকদিনে মহাসড়কে জীবনহানির সংখ্যা তুলানামূলক কম। এছাড়া মহাসড়কে তিন চাকার যানচলাচল বন্ধে দেশের ৯৫ শতাংশ মানুষের সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।
এসময় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক আচরণ পরিবর্তন করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে ব্লগারদের হত্যাকাণ্ড নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ব্লগারদের নিরাপত্তার নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তদারকি শুরু করেছেন। এ বিষয়ে সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে