মর্মাহত মুমিনুল
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
ঢাকা: চলতি অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কুমার সাঙ্গাকারাও হাঁটবেন ক্লার্কের দেখানো পথে। হঠাৎ দুই গ্রেট ক্রিকেটারের বিদায় ঘোষণায় দারুণ মর্মহত হয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি লিটল মাস্টার মুমিনুল হক।
ব্যাটিংয়ের ধরণ অনুযায়ী বাঁহাতি কুমার সাঙ্গাকারাকে ফলো করা মুমিনুল হকের জন্য দুঃখটা স্বাভাবিকই বটে। তবে বাংলাদেশের এ টপঅর্ডারের দারুন পছন্দ ক্লার্কের ব্যাটিংও। বুধবার মিরপুরের ইনডোরে অনুশীলন শেষে এমন কথা জানান মুমিনুল।
দুই গ্রেট ক্রিকোরের বিদায় ঘোষনা প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আসলে ক্লার্কের বিরুদ্ধে আমার তেমন একটা খেলা হয়নি। তাই খুব বেশী তাকে দেখার সুযোগ হয়নি, যতটা হয়েছে সাঙ্গাকারার খেলা দেখার। সে (সাঙ্গা) যখন উইকেটে ব্যাট করতো আমি নিবিষ্ট মনে তাকিয়ে দেখতাম। বিশেষ করে স্পিন এবং পেসের বিরুদ্ধে তার টেকনিকগুলো ছিল অসাধারণ।’
টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয়। সেটা হয়তো সাঙ্গাকারার ব্যাটিং দেখলে শেখা যায়। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘সে (সাঙ্গা) সারা দিন ধরে ব্যাট করে যেতো, কিন্তু কোন ভূল করতো না! তার কাছ থেকে শেখার তো অনেক কিছুই আছে।’
সাঙ্গাকারার কাছ থেকে অনেক কিছু শিখলেও মাইকেল ক্লার্কের ব্যাটিংয়ের দারুণ ভক্ত ছিলেন মুমিনুল। এ প্রসঙ্গে তিনিস বলেন, ‘ক্লার্ক আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান। সে চলে যাচ্ছে। একজন ভক্ত হিসেবে তো খারাপ লাগছেই।’
সাঙ্গাকারার কাছ থেকে ব্যাটিংয়ের অনেক কিছু শিখেছেন বললেন মুমিনুল। সেই শিক্ষাটা কেমন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সাঙ্গাকারার মানসিক শক্তি অনেক বেশি। সেটাই আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। মানসিকভাবে শক্তিশালী হলে যে কোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়া যায়।’
সাঙ্গাকারার ব্যাটিং দেখে অনেক কিছু শিখলেও লংকান এই বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে কখনো কথা হয়নি মুমিনুলের। সাঙ্গাকারার সঙ্গে কথা না বললেও মুমিনুলের কোনো আক্ষেপ নেই। তার ব্যাটিং দেখলে অনেক কিছুই রপ্ত করা যায় বলে জানান তিনি। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘সাঙ্গাকারার সঙ্গে আমার কখনও কথা হয়নি। আর আমার মনে হয় তার প্রয়োজনও নেই। কারণ আপনি একজনের খেলা দেখেই আসলে অনেক কিছু বুঝতে পারবেন। তার টেকনিক সম্পর্কে ধারণা পাবেন। কোন পরিস্তিতিতে কিভাবে ব্যাট করছে, সেটা জানতে পারবেন।’
কলম্বোতে মুমিনুলের অভিষেক টেস্টে সাঙ্গাকারার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন। ওই টেস্টে লোয়ারঅর্ডারদের নিয়ে সাঙ্গা বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। যা অনেকদিন মুমিনুলের স্মৃতিতে উজ্জল হয়ে থাকবে। কলম্বোয় নিজের অভিষেক টেস্ট প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘কলম্বোতে আমার অভিষেকের সময় তার ব্যাটিং দেখেছিলাম। সে তখন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ব্যাটিং করছিল। নিচের দিকের ব্যাটসম্যানদের সঙ্গে খেলাটা বেশ কঠিন। আমি দেখলাম কি দারুনভাবে সে পরিস্থিতির সাথে মানিয়ে নিল। আসলে এমন অনেক কিছুই শিখতে পেরেছি সাঙ্গার কাছ থেকে।’
নিউজবাংলা/একে