ঢাকা: প্রায় দুই সপ্তাহের সফরের উদ্দেশে ১৫ই আগস্ট শনিবার ভোরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
লন্ডন বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আগামীকাল শুক্রবার বিকালে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এজন্য ইতিমধ্যেই লন্ডনের অভিজাত এলাকা ক্যানারী ওয়ার্ফের রেডিসন হোটেলে বুকিংসহ অন্যান্য সফরসূচির কাজ সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সঙ্গে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাবেন খালেদা জিয়া। দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপট, দল পুনর্গঠন, পরবর্তী করণীয় ও নির্বাচন নিয়ে একান্তে কথা বলবেন এ দুই নেতা। লন্ডন সফরকালে মিট টি প্রেস, প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় ও নাগরিক সংবর্ধনায় অংশ নেয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার প্রতিনিধির সঙ্গেও তার সাক্ষাৎসূচি রয়েছে।