নিজেকে প্রমাণ করেছেন তিনজনই, কিন্তু সেরা কে?
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
ঢাকা: বার্সেলোনা দলের পক্ষ নিজেদের সেরাটা দিতে ভুল করেননি মেসি-সুয়ারেজ আর তাই উঠে এসেছেন ইউরোপ সেরা হবার তালিকায়।
অন্যদিকে রিয়াল মাদ্রিদকে একাই গোলের পর গোল করে সেরা চারে পৌঁছে দিয়েছেন পর্তুগিজ জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদো। এই তিনজনই ২০১৪-১৫ মৌসুমের ইউরোপের উয়েফা সেরা ফুটবলারের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন। এখন ইউরোপ সেরা কে হচ্ছেন, সেটাই দেখার পালা!
এমনটি দেখতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের। আগামী ২৭ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গত মৌসুমের ইউরোপ সেরা রোনালদো এবারও সবচেয়ে বেশি গোল করে এগিয়ে থাকলেও মেসি এবং সুয়ারেজ দুইজনের কেউ কম না কোন দিক থেকে, কারণ মেসি সুয়ারেজের দৌলতেই সেরা তিন শিরোপা উঠেছে বার্সেলোনার ঘরে।
মেসি-রোনালদো বরাবরের মতই এই শিরোপার দাবীদার হয়ে দলে স্থান করে নিলেও নতুন চমক হিসেবে দলে সুযোগ করে নিয়েছেন উরুগুয়েন তারকা স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। এই শিরোপার জন্য মনোনীত তিন জনই লা লিগা শিরোপা খেলা ফুটবলার, আর এখন পর্যন্ত এই শিরোপা জেতা চারবারের তিনবারই লা লিগা খেলা তারকা।
গত মৌসুমে রোনালদো জেতার আগে ২০১২-১৩ মৌসুমে উয়েফার সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন বায়ার্ন মিউনিখের ফ্রেঞ্চ তারকা ফ্রাঙ্ক রিবেরি। আগের দুইবার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তার বার্সা দলের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
নিউজবাংলা/একে