নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:

ঢাকা: সম্প্রতি চীনের ন্যানিং শহরের একটি চিড়িয়াখানা একটি দুই মাথাওয়ালা কোবরা (গোখরা সাপ) সংগ্রহ করেছে। স্থানীয় একটি সাপের খামারে অদ্ভুত আকৃতির গোখরাটির জন্ম হলে তারা সাপটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করে।

 

 

৫০ গ্রাম ওজনের ২০ সেন্টিমিটার দীর্ঘ গোখরাটির দুটি মস্তিষ্ক থাকলেও পরিপাকতন্ত্র একটাই। চিড়িয়াখানার চিকিৎসকদের মতে, এই বয়সী একটি গোখরার তুলনায় ১৫ গ্রাম কম ওজন রয়েছে দুই মাথাওয়ালা গোখরাটির।

চিড়িয়াখানায় হস্তান্তরের ১৫ দিন অতিবাহিত হওয়ার পরেও বিরল আকৃতির সাপটি সুস্থ আছে। মাত্র এক সপ্তাহ আগেই খোলস ছাড়িয়েছে সে। স্বাভাবিক উপায়ে খাবার গ্রহণ না করায় কৃত্রিম উপায়ে খাবার দেওয়া হচ্ছে তাকে। তবে সাপটিকে বাঁচিয়ে রাখতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা প্রয়োজন বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানাটিতে সর্পবিদ হিসেবে কর্মরত লি কেকি জানান, আমার জীবনে এই প্রথম দুই মাথাওয়ালা কোনো সাপ দেখলাম। মজার ব্যাপার সাপটির একটি মাথা ডানদিকে যেতে চাইলে অপর মাথা বাম দিকে যেতে চাইছে। সাপটির দুই মাথার মধ্যে কোনো ঐক্য দেখা যাচ্ছে না।

ডিম ফোটার সময় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার হেরফেরে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

নিউজবাংলা/একে