নিউজবাংলা: মঙ্গলবার-৯জুন:
ঢাকা: সুপারস্টার নেইমারবিহীন ব্রাজিলও দারুণ নৈপুণ্য দেখাল কোপা আমেরিকার প্রস্তুতিম্যাচে। রোববার তারা জয়েই সূচনা করল মহাদেশীয় শ্রেষ্ঠত্ব দখলের আসর ২০১৫ কোপা আমেরিকার লড়াইয়ের। রোববার সাও পাওলোতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে নেইমারবিহীন ব্রাজিল ২-০ গোলে হারিয়ে দেয় পূরনো প্রতিদ্বন্দ্বী মেক্সিকোকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেয়ার কারণে মেক্সিকোর বিপক্ষে খেলা হয়নি নেইমারের। তবে তার অনুপস্থিতিতেও নতুন কোচ কার্লোস ডুঙ্গার অধীনে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ব্রাজিল। বিশ্বকাপ ব্যর্থতার পর দেশের মাটিতে খেলা প্রথম ম্যাচে ব্রাজিলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন লিভারপুলের উদীয়মান অ্যাটাকার ফিলিপ কতিনহো ও অভিজ্ঞ স্ট্রাইকার তারদেলি। প্রথমার্ধে তাদের দুইজনের করা গোলেই একটানা নবম জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আসছে ১২ জুন চিলিতে শুরু হবে এবারের কোপা আমেরিকার আসর। গ্রুপ পর্বে শক্তিশালী কলম্বিয়াকেও সামলাতে হবে ব্রাজিলকে।
এ দিকে রোববার প্যারিসে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রীতিম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ৪-৩ গোলে হারিয়ে স্মরণীয় জয় পেল বেলজিয়াম।
দলটি দীর্ঘ ৬৫ বছর পর প্রথমবারের মতো ফ্রান্সের মাটিতে ৪ গোল করার কৃতিত্ব রচনা করল। গোল ডট কম।
নিউজবাংলা/একে