নিউজবাংলা: বুধবার-১০জুন:
নারায়ণগঞ্জ: জেলা শহরের ভূঁইয়ারবাগ এলাকায় আগুনে পুড়িয়ে আঁখি নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাশুড়ি ও ভাবিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০০২ সালে শহরের গলাচিপা এলাকার আসলাম মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে ভূঁইয়ারবাগ এলাকার মৃত করিম বেপারীর ছেলে ব্যবসায়ী কাইয়ুমের বিয়ে হয়।এই দম্পতির তিন সন্তান রয়েছে। আঁখির পরিবারের অভিযোগ বিয়ের আগে থেকেই কাইয়ুমের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে কাইয়ুম আঁখিকে নানাভাবে শারীরিক নির্যাতন করতো। দুইবার কাইয়ুম স্ত্রী আঁখিকে হত্যার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে কাইয়ুম ও তার বড় ভাইয়ের স্ত্রী মিলে আঁখিকে মারধর করে। এক পর্যায়ে তারা আঁখির গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ আঁখির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।ভোরে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালে রেখে কাইয়ুম পালিয়ে যায়। এস আই জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শাশুড়ি, ভাসুরের স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। কাইয়ুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজবাংলা/একে