নিউজবাংলা: বুধবার-১০জুন:
ঢাকা: নজরুল সাহেবের ছোট মেয়ে মিনা মানসিক প্রতিবন্ধী। বড় মেয়ে রিনা ভালোবাসে মামুনকে। একসময় সে জানতে পারে, মামুন ভালবাসে মিনাকে। এরপর রিনার পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে। মামুনকে না পাওয়ার বেদনা তাকে বিধ্বস্ত করে দেয়। কিন্তু কাউকে কিছু বলতে পারে না। একদিকে ছোট বোন, অন্যদিকে ভালোবাসার মানুষ। কোন্ দিকে যাবে সে?
এমনই গল্পে আহসান কবির লিটনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ‘সাদা মেঘ নীল ক্যানভাস’। কল্যান ও অপর্ণা ও সৈয়দ হাসান ইমাম অভিনীত নাটকটি প্রচারিত হতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে।
নাটকটির প্রচার সময়- ১১ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট ।
নিউজবাংলা/একে