নিউজবাংলা: বুধবার-১০জুন:

ঢাকা : ফতুল্লা টেস্ট নিয়ে অনেক কথা হয়েছে। বাংলাদেশ সেখানে দারুণ কিছু দেখাবে ইত্যাদি ইত্যাদি। ওদিকে মাটিতেই পা ছিল ভারতের।  ভারত অধিনায়ক বারবার প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। কিন্তু টেস্টে বাংলাদেশ যে অতোটা প্রশংসা পাওয়ার মতো দল নয়, সেটা প্রথম দিনে প্রমাণ হলো। বাংলাদেশী বোলারদের অতি সাধারন বোলিংয়ের পুরো ফায়দা লুটছে সফরকারীরা। বৃষ্টি বিঘিœত প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ২৩৯।

ওই রান এলো মাত্র ৫৬ ওভারে। মানে প্রায় একদিনের মেজাজে ব্যাট করেছেন দুই ওপেনার। অফ ফর্ম কাঁটিয়ে ১৫০ রানে অপরাজিত ওপেনার শেখর ধাওয়ান। তার সঙ্গী মুরলি বিজয় অপরাজিত ৮৯ রানে।

আগের দিন খবর রটেছিল, একজন পেসার দিয়ে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সকালে সেটাই হলো। কিন্তু রুবেলকে বাদ দিয়ে মাত্র দুই টেস্ট খেলার অভিজ্ঞসম্পন্ন মোহাম্মদ শহিদকে কেন রাখা হলো একাদশে তার ভালো উত্তর মিললো না। একাদশে থাকলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। মানে এক পেসার ও ৩ স্পিনারের ব্যালেন্সহীন দল।

স্পিনে বরাবরই শক্তিশালী দল। সেই তাদের স্পিনার দিয়ে বধের কৌশল! না, কাজ হয়নি তাতে। হওয়ার কথাও নয়। ৭৩ রানে একবার জীবন দিয়েছিলেন শিখর ধাওয়ান। জুবায়ের হোসেনের বলে ক্যাচটা ধরতে পারেননি শুভাগত হোম। এরপর আর পিছন ফিরে তাকে হয়নি ধাওয়ানকে।

১০১ বলে পূরণ করেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। দিন শেষে অপরাজিত ১৫০ রানে। সেঞ্চুরি কাছাকাছি বিজয়ও। কাল তবে কি আরও কঠিন দিন অপেক্ষা করছে বাংলাদেশী বোলারদের জন্য?

নিউজবাংলা/একে