নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
ঢাকা: নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৪০ গ্রামবাসী নিহত হয়েছেন।
দেশটির বর্নো রাজ্যের দেবরিও হল এবং দেবরিও বিন গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
স্থানীয়রা বলেছেন, সোমবার ও মঙ্গলবার বোকো হারাম বিদ্রোহীরা গ্রামে প্রবেশ করে এবং গুলি, লুট ও বাড়ি-ঘরে আগুন দিতে থাকে। অপরদিকে পার্শ্ববর্তী ইওবি রাজ্যে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, আত্মঘাতী হামলায় ১২ বছরের এক কিশোরী অংশ নেয়।
যদিও বোকো হারামের পক্ষ থেকে ওই সব হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটিতে সাধারণত বোকো হারাম বিদ্রোহীরাই এসব হামলা চালিয়ে থাকে। ২০০৯ সালে দেশটিতে বোকো হারাম প্রতিষ্ঠার পর তাদের হামলায় অন্তত ১৮ হাজার লোক মারা গেছে।
নিউজবাংলা/একে