নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ রোববার দুপুর ১টা দিকে সাক্ষাৎ করেন তিনি।

সেনাপ্রধান হিসেবে প্রথম কর্মদিবসের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে জাতীয সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে আজ সকাল পৌনে ১০টায় দায়িত্বপ্রাপ্ত নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর সেনাকুঞ্জের বাগানে তিনি একটি বৃক্ষরোপণ করেন।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুর সোয়া ১২টার দিকে বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নতুন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

নিউজবাংলা/একে