নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ইফতার মাহফিল করতে পারল না জামায়াত ।

জানা যায়, গতকাল ৩০ জুন মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার ইফতার মাহফিল হওয়ার দলীয় সিদ্ধান্ত ছিল। কিন্তু মেলেনি প্রশাসনের অনুমতি। উপজেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, ৩০ জুন ইফতার মাহফিলের অনুমতির বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদের কাছে গেলে তিনি অনুমতি না দিয়ে বরং জায়াতের ইফতার মাহফিল করলে জামায়াত নেতাকর্মীদের আটক করার হুমকী প্রদান করে। এব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদ বলেন, আমার অনুমতি দেয়ার এখতিয়ার নেই। জেলা প্রশাসকের নিটক থেকে লিখিত অনুমতি ছাড়া জামায়াতের এধরনের কর্মসূচি পালনের অনুমোদন নেই। অন্যান্য দলের কর্মসূচির ব্যপারে জানতে চাইলে তিনি আরও বলেন অন্য কোন দলের ব্যপারটা আলাদা ।

নিউজবাংলা/একে