নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:

জামালপুর প্রতিনিধি

বকশীগঞ্জের জানকিপুর মির্ধাপাড়া গ্রামে পাকা রাস্তার উপর জোর পূর্বক টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জুন সকালে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নতুন বাশকান্দা গ্রামের কাঠ ব্যবসায়ী মো. ফারুক মিয়া ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জে আসার পথে জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নেদা মন্ডলের পুত্র নুর ইসলাম নেতৃত্বে দেলু মিয়া, বিদ্যুৎ মিয়া, আঃ রেজ্জাক , আজাহার আলী সহ কয়েকজন ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত লাঠিপেটা করে জোরপূর্বক দেড় লাখ ছিনিয়ে নেয়। এসময় ফারুকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চিহ্নিত দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ফারুক মিয়াকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। টাকা ছিনতাই ও মারপিটের ঘটনায় ২৯ জুন সোমবার জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নেদা মন্ডলের পুত্র নুর ইসলাম কে ১ নং আসামি করে বিজ্ঞ মামলা নেওয়ার আদালত বকশীগঞ্জ,জামালপুরে একটি মামলা দায়ের করেছে ফারুক মিয়ার স্ত্রী মোছাঃ শান্তি বেগম। এদিকে মামলা দায়েরের খবর জেনে বিবাদী নুর ইসলাম বাদী শান্তি বেগমকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।

নিউজবাংলা/একে