নিউজবাংলা: ৩জুলাই, শুক্রবার:

 

মিজান বাবু ,নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী ওরফে ভোলা ঠাকুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব অবৈধ ভাবে ১৬ বছর ধরে পালন করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

আইনে আছে, যে কোন সরকারি ও রেজিষ্ট্রি প্রাথমিক বিদ্যালয়ে কোন ব্যক্তি সর্বচ্চ দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। নির্বাচিত সভাপতি একটি কমিটির মেয়াদ তিন বছর দায়িত্বে থাকবেন। একজন সভাপতি সর্বচ্চ দুইবার অর্থাৎ সর্বচ্চ ছয় বছর দায়িত্ব পালন করতে পারবেন। এর বেশি সময় বা অধিক বার সভাপতি পদে থাকা আইনগত ভাবে অবৈধ।

 

তবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতার দাপটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী ওরফে ভোলা ঠাকুর নগরকান্দার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আছেন ১৬ বছর ধরে। এ নিয়ে এলাকাবাসি ও বিদ্যালয়ের অভিভাবকরা ক্ষোভ জানালেও বিশ্বনাথের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায়নি। ১৯৯৯ সাল থেকে বিদ্যালয়ের সভাপতি পদ অবৈধ ভাবে দখল রেখে এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন কৌশলে ভয় ভিতি দেখিয়ে ক্ষমতার দাপটে বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের অর্থ সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বিদ্যালয়ের সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “ আমি এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সভাপতির দায়িত্বে আছি।”

 

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, “ একজন সভাপতি দুইবারের বেশি দায়িত্বে থাকতে পারবে না। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশ্বনাথ বাবু ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত এক নাগারে ১৬ বছর ধরে অবৈধ ভাবে দায়িত্বে আছে। বিষয়টি গুরুত্বসহ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।”

 

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ বলেন, “ অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

নিউজবাংলা/একে