নিউজবাংলা: ৩জুলাই, শুক্রবার:
ঢাকা: বৃহস্পতিবার অনুশীলনের সময় মিরপুরের আকাশে ড্রোন উড়িয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা দল।
কারণটা হচ্ছে, গত ডিসেম্বরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জাতীয় ও সাধারণ নিরাপত্তার স্বার্থে বিনা অনুমতিতে যেকোনো ধরনের অনুল্লিখিত শূন্যে ভাসমান যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে।
যেটি জানা ছিল না দক্ষিণ আফ্রিকা দলের। আর তাই বিনানুমতিতে ড্রোন উড়ানোয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার টীম ম্যানজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহামেদ মুসাজি বলেছেন, ‘ইউটিউব চ্যানেলে যেন আরও দারুণ কিছু ছবি আমরা দিতে পারি এ কারণে আমাদের দলের একজন টিভি ক্রু এই ড্রোনটা এনেছে। আমরা জানতাম না বাংলাদেশের আকাশ সীমার আইনে এটি ব্যবহার করা অন্যায়। জানা মাত্রই আমরা সেটি ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ সামরিক বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কাছে আমরা ক্ষমা চাইছি যদি এ কারণে কোনো অসুবিধার সৃষ্টি হয়ে থাকে।’