নিউজবাংলা: ৩জুলাই, শুক্রবার:

ঢাকা: সিরিয়ায় চলমান সংকটের প্রথম থেকেই সৌদি আরব, তুরস্ক ও কাতার সরকার এবং লেবাননের পাশ্চাত্যপন্থী ফোরটিন মার্চ জোট বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে এসেছে বলে জানিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস।

উইকিলিকস তার ফাঁস করা সৌদি-আরবের নানা গোপন দলিলের ভিত্তিতে এই খবর দিয়েছে।

এই খবরে বলা হয়েছে, সৌদি সরকার সিরিয়ার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ২০১২ সালে একটি পরিকল্পনা প্রণয়ন করেছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তুরস্ক ও কাতারের সঙ্গে একটি যৌথ সামরিক কমিটিও গঠন করা হয়।

তুরস্ক, কাতার ও সৌদি সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে এই যৌথ কমিটি গঠন করায় হয়। বাশার আসাদ সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের সহায়তা দেয়াই হল এই কমিটির মূল কাজ। ফ্রি সিরিয়ান আর্মি ও কথিত সিরিয় জাতীয় পরিষদের মধ্যে মধ্যস্থতা করাকেও এই যৌথ কমিটির কাজ বলে উল্লেখ করা হয়েছে।

তুরস্ক, কাতার ও সৌদি সরকারের যৌথ কমিটির সমঝোতা অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোকে এত বিপুল পরিমাণ অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় যাতে সিরিয়ার আসাদ সরকার উৎখাত হয়ে যায়।

নিউজবাংলা/একে