নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:

 বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে চুরি-ডাকাতির ভয়ে একটি জুয়েলার্সের দোকান ঘরে ১২০ টি তালা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

উপজেলা সদরের আল-হেরা শপিং সিটির নিচ তলায় অবস্থিত ‘নিউ হ্যাপী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান প্রতিদিন ঝুঁলে ১২০টি তালা।

উপজেলা সদরের সবচেয়ে বড় মার্কেটের একটি দোকানে এভাবে তালা ঝুঁলানোর কারণে বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও প্রত্যেক্ষদর্শীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

এদিকে, এই প্রথম উপজেলার কোনো দোকান ঘরে ১২০টি তালা লাগানোর রের্কড তৈরি করেছেন ওই দোকান মালিক।

জানা গেছে, আল-হেরা শপিং সিটির ১৫৮ নম্বার দোকান ‘নিউ হ্যাপী জুয়েলার্স’। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকা সত্ত্বেও ইতিমধ্যে এই জুয়েলারী দোকানে তিনবার চুরি সংগঠিত হয়েছে। বিষয়টি দোকানের মালিক মনির হোসেন মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে নালিশ করেও কোন সুফল পাননি। ফলে আতংকে ও মনের ক্ষোভে তিনি প্রতিদিন দোকান বন্ধ করে ১২০টি তালা ঝুঁলিয়ে বাসায় ফিরেন।

২টি সার্টারের এই স্বর্ণের দোকানে নিরাপত্তার জন্য রয়েছে ২টি কেসি গেইট ও ২টি সার্টার।

মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, দোকানের ভিতরের কেসি গেইটে ৫০টি তালা, এরপর মধ্যখানের ২টি সার্টারে আরো ২০টি তালা এবং বাহিরের কেসি গেইটে ৫০টি তালাসহ ১২০টি তালা ঝুঁলানো হয়। প্রতিটি তালায় দেয়া রয়েছে নাম্বার। এসব তালা লাগাতে ও খুলতে কর্মচারীদের প্রায় ঘন্টাখানেক করে সময় ব্যয় হয় বলে তারা জানান।

এব্যাপারে দোকান মালিক মনির হোসেন সাংবাদিকদের বলেন, দোকানটি পর পর তিন বার চুরি হয়েছে। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা নেই। ফলে দোকানে ২টি কেসি গেইট ও সাঁটারের ১২০টি তালা লাগিয়ে রাখা হয়।

নিউজবাংলা/একে