নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:

ঢাকা: আংশিক মানসিক বিকারগ্রস্ত। শৈশব থেকেই মাটি নিয়ে খেলার খুব শখ। কখনও মাথায় মাটি মাখা বসে থাকা তো কখনও মাটির মধ্যে গর্ত খুঁড়ে, ঢুকে থাকা।

তাও কয়েক ঘণ্টা নয়। একেবারে দুয়েক দিন। পরিবারের কেউ ডাকতে গেলে প্রচণ্ড রেগে যেত। এভাবেই দিন কাটছিল নদিয়ার মাটিয়ারির বাসিন্দা বাপন চক্রবর্তীর। কিন্তু সমস্যা দেখা দিল মাথায় সিমেন্ট লাগানোয়। কারণ সিমেন্ট জমে গিয়েছে। অবস্থা বেগতিক দেখে ছেলেকে নিয়ে শুক্রবার মা হাজির হন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে মাথা থেকে সিমেন্ট বের করত না পারায়, বাপনকে রেফার করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানেও চিকিত্‍সকরা অনেক চেষ্টা করে মাথা থেকে সিমেন্ট খুলতে পারেন নি। শেষ পর্যন্ত রাতে তাকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নিউজবাংলা/একে