নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা উপজেলার এলাহাবাদ রাহমান মঞ্জিলরস্থ ট্রাস্টের কার্যালয়ে এক অনুষ্টানের আয়োজন করা হয়।

 

এলাহাবাদ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারন সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক খরিদিচর মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ কুরসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাতলীবন্দ বাবুল এহছান মাদ্রাসার সুপার মাওলানা কবির আহমদ, সংগঠক আশিকুর রহমান, লায়েক আহমদ, আব্দুল মুছাব্বির, শাহিনুল ইসলাম শাহিন, আব্দুল আজিজ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনছার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সংগঠক আবুল লেইছ, এহছানুর রহমান, সামউদ আহমদ, তারেক আহমদ, মামুনুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি ও বাংলায় অনুবাদ কৃত কোরআন শরিফ বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজবাংলা/একে