সেনবাগে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:
নোয়াখালী: সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আহত ছেরু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেরু মিয়া মারা যান। নিহত ছেরু মিয়া উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের পল্লী মঙ্গল এলাকার চাঁনগাজী মজুমদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মমিন নামে ছাতারপাইয়া বাজারের এক ব্যবসায়ী রমজানের শুরু থেকে বিকট শব্দে তার দোকানে মাইক চালিয়ে আসছিলেন। গত রোববার বিকেলে ৪টার দিকে বাজার কমিটির সভাপতি আব্দুল আহাদ মাইকের শব্দে নামাজসহ বাজারে লোকজনের অসুবিধা হচ্ছে বলে মমিনকে মাইকের শব্দ কমাতে বলে। এনিয়ে মমিনের সঙ্গে সভাপতি আহাদের বাকবিতন্ডা হয়। এর জের ধরে ওই দিন বিকেলে ৫টার দিকে মমিনের লোকজন বাজারে এসে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাজারের পশ্চিম ও উত্তর ছাতারপাইয়া এলাকার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাজারে থাকা বৃদ্ধ পথচারী ছেরু মিয়ার মাথা ইটের আঘাত লেগে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেরু মিয়ার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজবাংলা/একে