নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর দিয়ে তরল কোকেন আমদানির সঙ্গে জড়িত তিনজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে লন্ডনে অবস্থানরত বকুল মিয়া এবং ভারতে অবস্থানরত  ব্যবসায়িক পার্টনার রাজু’র বিষয়ে তথ্য পেয়েছে ডিবি পুলিশ।

তবে ঘটনার সঙ্গে দুজনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের ধরতে ইন্টারপোল এবং স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান  বলেন, জিজ্ঞাসাবাদে আমরা লন্ডন ও ভারতে অবস্থানরত দু’জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছি। দেশে অবস্থানরত কয়েকজনের বিষয়েও কিছু তথ্য এসেছে। দেশের বাইরে যারা আছে তাদের ধরতে বিদেশী বিভিন্ন সংস্থা যেমন ইন্টারপোল ও স্টটল্যান্ড ইয়ার্ডের সহায়তা নেব।

সানফ্লাওয়ার তেলের নামে তরল কোকেন আমদানির মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ম-ল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ, একটি ডেভেলপার কোম্পানির কর্মকর্তা মোস্তফা কামাল এবং সানফ্লাওয়ার তেলের আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল।

নিউজবাংলা/একে