স্লেজিংয়ে নজরদারিতে ক্রিকেটে উত্তেজনা নেই: ওয়ার্নার
নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:
ঢাকা: অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি স্লেজিংয়ের বিরুদ্ধে কঠোর নজরদারি করায় ক্রিকেট থেকে উত্তেজনা উঠে গেছে।
এ বছরের বিশ্বকাপের আগে আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন স্লেজিংয়ের বিপক্ষে সতর্ক উচ্চারণ করায় বেশ বিপদে পড়ে গেছেন ওয়ার্নার। স্লেজিং যে ওয়ার্নারের নিত্য সঙ্গী হয়ে গিয়েছিলো।
প্রথম দক্ষিণ আফ্রিকা সিরিজে বল টেম্পারিং করে এবং দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে গত দেড় বছরে মাঠে এবং মাঠের বাইরে মন্তব্য করে দুইবার জরিমানা গুণেছেন বাঁ-হাতি এ ব্যাটসম্যান।
ওয়ার্নার বলেন, ‘আইসিসি আমাকে শেষবার সতর্ক করে দিয়েছে। এই নিয়মগুলো এখন ক্রিকেটের উত্তেজনা নষ্ট করে দিচ্ছে। এর ফলে খেলোয়াড়রা এখন উইকেট পেয়ে ভালোভাবে উদযাপন করতে পারছে না এবং অবশ্যই মাঠে এটা তাদের ওপর প্রভাব পড়ছে। একটা উইকেট পাওয়ার পর আপনি একজন খেলোয়াড়ের কাছে দৌঁড়ে গেলে আম্পয়াররা আপনাকে জরিমানা করছে। আপনাকে এটা করতে হবে সতর্কতার সঙ্গে।’
২৮ বছর বয়সী ওয়ার্নার বলেন, ‘কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আপনি এটা দেখতে চাইবেন না। একজন বোলার একটা উইকেট পেলে সে আনন্দ অন্যকে অবশ্যই ভাগাভাগি করবে। আমি মনে করি, কখনো কখনো এটা দর্শকদেরও আনন্দ থেকে বঞ্চিত করে। তারা উল্লাস করতে পছন্দ করে। আপনি জানেন, যখন একজন ব্যাটসম্যান আউট হয় তখন দর্শকরাও উপভোগ করে।’
তবে এটা সীমা অতিক্রম করা উচিত নয় বলেও মন্তব্য করেন ওয়ার্নার।
নিউজবাংলা/একে