নিউজবাংলা: ৪জুলাই, শনিবার:

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর বাঁশহাটী গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বিল্লাল মিস্ত্রি (৪০) এবং তার তিন ছেলে ফরিদ (২৫), পাভেল (২৩) ও হিমেল (১৯)।এ ঘটনায় বিল্লালের স্ত্রী বানেশা গুরুতর আহত হয়েছেন। তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাই বিল্লাল হোসেন ও লাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুই পরিবারের নারী সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাত ১০টার দিকে লাল মিয়া ও তার দুই ছেলে ধারাল অস্ত্র নিয়ে বিল্লাল হোসেনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। তাদের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন এবং তার তিন ছেলে ফরিদ মিয়া, পাভেল মিয়া ও হিমেল মিয়া।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি ও পারিবারিক বিরোধের জের ধরে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তাদের বাবার চাচাতো ভাই লাল মিয়া ডাকাত। লাল মিয়া দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড চালিয়েছেন।

 

 

নিউজবাংলা/একে