নিউজবাংলা: ৬জুলাই, সোমবার:

 কুমিল্লা : কুমিল্লা  মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারাওয়ার্ডে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে দুই আসামি।

রোববার সন্ধ্যায় ইফতারের পর পরই তারা পালিয়ে যায়। তবে কীভাবে তারা পালিয়ে গেছে কেউ সঠিকভাবে বলতে পারছে না।

পলাতক আসামিরা হলেন, কুমিল্লা কোতোয়ালি থানার আড়াইউরা এলাকার তাজুল ইসলামের ছেলে তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়ে গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইয়াসিন (২০)।

হাসপাতাল সূত্রে জানায় যায়, পাঁচদিন আগে আহতাবস্থায় তারেককে কুমেকের কারাওয়ার্ডে চিকিৎসার জন্য আনা হয়। আর রোববার বিকেলে নিয়ে আসা হয় ইয়াসিনকে। সন্ধ্যায় ইফতারের পর পুলিশি হেফাজত থেকে তারেক ও ইয়াসিন পালিয়ে যায়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দাবি, হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে তারা পালিয়ে গেছে। তবে হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাবার বিষয়টি সন্দেহমুক্ত নয় বলে দাবি করেন নাম প্র্রকাশে অনিচ্ছুক কুমেক হাসপাতালের এক কর্মকর্তা।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘যেভাবেই পালিয়ে যাক না কেন, কর্মকর্তাদের বিরুদ্বে  দায়িত্বে অবহেলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলা/একে