Breaking News

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৫শে ডিসেম্বর

নিউজবাংলা: ১৩ ডিসেম্বর, রোববার:

ঢাকা: গতকাল সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হচ্ছে।

সে হিসেবে ২৫শে ডিসেম্বর ১২ই রবিউল আউয়াল শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান। সভায় ধর্ম সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ২৫শে ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নব্ ীউদযাপিত হবে। মুসলিম সমাজে ১২ই রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি। যদিও ২৫শে ডিসেম্বর বড় দিনের ছুটি। এছাড়া ওইদিন শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*