নিউজবাংলা: ৬জুলাই, সোমবার:

ঢাকা : রাজধানীর মহাখালী এলাকায় তিতুমীর কলেজের সামনের রাস্তায় হঠাৎ তান্ডব চালিয়েছে একদল যুবক। এ ঘটনায় মহাখালী আমতলা থেকে গুলশান-১ নম্বর সার্কেলগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার বেলা আড়াইটার দিকে একদল যুবককে লাঠিসোটা হাতে তিতুমীরের ফটক থেকে উল্টো দিকের গলিতে ঢুকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর অর্ধশতাধিক তরুণ মূল সড়কে এসে  নির্বিচারে গাড়ি ভাংচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় রাস্তায় থাকা প্রায় ৩০টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। সড়কে থাকা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। তবে হামলাকারীরা কলেজের ছাত্র কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজবাংলা/একে