নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

 

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চলতি বাজেটে ৭.৫% ভ্যাট আরোপের প্রস্তাবনা বাতিলের দাবিতে কালো ব্যাচ ধারণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

মঙ্গলবার (৭ জুলাই) ভ্যাট বাতিলের প্রতিবাদের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা ।

গণ বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলনের সমন্বয়কারী পলাশ জানান, ঈদকে বিবেচনায় রেখে আপাতত কঠোর কোন কর্মসূচী গ্রহণ করছি না । আমরা ঈদের পর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সরকারকে শিক্ষার উপর এই অমানবিক ভ্যাট বাতিল করতে বাধ্য করবো । অধিকার আদায়ের জন্য প্রয়োজনে সহিংস কর্মসূচিও গ্রহণ করবো ।

নিউজবাংলা/একে