নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

ঢাকা : গত ৫ জুলাই তারিখে লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করার  চিঠি হাতে পেয়েও দুই দিন ধরে ইদুর-বিড়াল খেলার পর (আজ) মঙ্গলবার গণমাধ্যমের কাছে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী।

তবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কী না তা এখনো এ বিষয়ে চূড়ান্ত করেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, এই চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হবে তার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি সংসদ সদস্য থাকবেন কি থাকবেননা।

প্রসঙ্গত, গত আটমাস আগে লতিফ সিদ্দিকীকে বহিস্কার করা হলেও তা কার্যকর করতে আনুষ্ঠানিকভাবে স্পিকার শিরীন শারমিনকে কোন চিঠি দেয়নি, আওয়ামী লীগ। গতবছর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ ও ধর্ম নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্নমুখী চাপে পড়ে আওয়ামী লীগ। এক পর্যায়ে সরকার তাকে মন্ত্রিসভা থেকে বহিস্কার করে এবং পাশাপাশি দল থেকে বহিস্কার করে, আওয়ামী লীগ।

নিউজবাংলা/একে