নিউজবাংলা: ১০ জুলাই,শুক্রবার :
ঢাকা: টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১৯ দখলদার ও প্রতিষ্ঠানের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেবেকা সুলতানা। এ সময় শহরের বিভিন্ন সড়কে বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি।

এ সময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে মামলা এবং ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে