নিউজবাংলা: ১১ জুলাই,শনিবার :
ঢাকা : ছাত্রশিবির সাইনবোর্ড নির্ভর কোনো জনবিচ্ছিন্ন সংগঠন নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল

আতিকুর রহমান।

শনিবার সকালে ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্রশিবির সন্ত্রাস, সাইনবোর্ড বা পোস্টার নির্ভর জনবিচ্ছিন্ন সংগঠন নয়। আমাদের পথ চলা সমাজের সফল স্তরের মানুষকে সাথে নিয়ে। তাই ফ্যাসিবাদী শক্তির প্রতিটি আঘাত ছাত্রশিবিরের প্রতি সমাজের মানুষের সহমর্মিতা ও ভালবাসা বৃদ্ধি করেছে। অপপ্রচারকারীরা ধিকৃত হয়েছে।

তিনি বলেন, আদর্শের কাছে পরাজিত হয়ে ফ্যাসিবাদীরা নানা রকম ফন্দি করে ছাত্রশিবিরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়। ফ্যাসিবাদী অপশক্তির লক্ষ্য হচ্ছে নানা রকম ষড়যন্ত্র ও তা-বের মাধ্যমে ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে রুখে দেয়া। আর আমাদের লক্ষ্য হচ্ছে যে কোন মূল্যে সংগঠনের প্রসার ঘটানো। অপশক্তি ছাত্রশিবিরকে কোনো দিনই আদর্শ দিয়ে মোকাবেলা করার সাহস করেনি। বরং গুম, খুন, হামলা, মামলা ও অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরের প্রসারকে রুখতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শাখা সভাপতি সাইফুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান তারিকের পরিচালনায় সমাবেশে অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত
নিউজবাংলা/একে