ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চাচা আব্দুর রশিদ (৪৫) ও ভাতিজা তরিকুল ইসলাম (২৫) আহত হয়েছে।
আহত দু’জনই মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রশিদের বড় ভাই আব্দুল মমিন জানান, তার ভাই রশিদ ও ছেলে তরিকুল ইসলাম ভারত থেকে গরু আনার জন্য শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে ভোরে ভারতীয় সীমান্ত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আব্দুর রশিদ ও তরিকুল আহত হয়। তিনি আরও জানান, আব্দুর রশিদ আহতাবস্থায় ভারতী সীমান্তে পড়ে থাকে এবং তরিকুল বাংলাদেশে চলে আসে। সেখান থেকে বিএসএফ আহত আব্দুর রশিদকে ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি করে এবং তরিকুল ইসলামকে চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন বলেন, বিএসএফের গুলিতে আহত আব্দুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।