নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :
নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল চৌধুরিবাড়ি এলাকায় নাঈম আহমেদ (১৮) নামের এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ লিটন (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে।
রবিবার সকালে বৌ-বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাঈম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আবু সিদ্দিকের ছেলে। সে ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার ফরিদ মাতবরের বাড়ির ভাড়াটে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সামসুল আলম জানান, শনিবার রাত ৮টার দিকে লিটনসহ ৫/৬ জন যুবক নাঈমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা নাঈমকে মোবাইল চুরির অপবাদ দিয়ে চৌধুরিবাড়ি বৌ-বাজার এলাকায় নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নাঈমের মা ঝর্ণা বেগম সারারাত ছেলেকে খোঁজাখুঁজি করে ভোরে লোকমুখে খবর পেয়ে বৌ-বাজার এলাকার আতাউর রহমানের বাড়িতে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত নাঈমের মা ঝর্ণা বেগম বাদি হয়ে লিটন আতাউরের ২ ছেলে আলী আহাম্মদ ও আলী আক্কাছসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ লিটনকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরাফত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হত্যার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করছে। আটককৃত লিটনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।