নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :
আলিফ আবেদীন গুঞ্জন.ঝিনাইদহ থেকে:
কয়েক মাস পুর্বে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মানুষ। নতুন উদ্যোমে শুরু করে মাছ চাষ। কিন্তু এবারও ক্ষতির সম্মুখিন হতে হলো তাদের।
উপজেলার ৫ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। বাওড়, পুকুর, বিল একাকার হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে মাছ চাষ করে সবই ভেসে গেল বৃষ্টির পানিতে। সব হারিয়ে দিশেহারা উপজেলার ৫’শ মাছ চাষী। জানা যায়, মহেশপুর উপজেলার, কাজীড়বেড়, যাবদপুর, মান্দারবাড়ীয়া, আজমপুর, পান্তাপাড়া, শ্যামকুড়, স্বরুপপুর ইউনিয়নে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার পানিতে ৫ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। বৃষ্টি আর নদীর পানি বেড়ে যাওয়ায় পুকুরের সব মাছ ভেসে গেছে। সেই সাথে তলিয়ে গেছে মাঠের ফসল। রাস্তা-ঘাট, বাড়ীঘর পানিরে নিচে। বিল বাওড়ে ভেসে গেছে পুকুরের মাছ। সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মাছ চাষীরা। যাদবপুর ইউনিয়নের সস্তারবাজার এলাকার মাছ চাষী মশিয়ার রহমান জানান, তার ৭ টি পুুকুররের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। ৫ লাখ টাকার মাছের পোনা সবই পানিতে ভেসে গেছে। সর্বশ্ব হারিয়ে দিশেহারা তিনি।একই এলাকার রিপন হোসেন জানান, তার ১৩ টি পুকুরের ১০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এখন কোনমত জাল দিয়ে পুকুরের ধারে বাধ দেওয়া হয়েছে। কিছুটা ক্ষতি পোশাতে পারবেন তিনি।.