নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:

আসন্ন ঈদকে সামনে রেখে ঈশ্বরদীতে  শনিবার দুপুরে ঈশ্বরদী বাজারের নুরমহল্লা এলাকায় বিএসটিআই রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালক এ বি এম মোর্তজা হোসেন শাহ, উপ-পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম , মাঠ কর্মকর্তা আশিকুজ্জামান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এর আগে ওই গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানীর মোড়কে প্যাকেটজাত করা প্রায় কোটি টাকা মূল্যের অর্ধশত নকল পণ্য শনাক্ত করে বিএসটিআই।

ঈশ্বরদীর বিশিষ্ট অবাঙালী ব্যবসায়ী শাহাবুদ্দিন মল্লিক নান্নু বিহারীর মালিকানাধীন একটি গোডাউন থেকে বনফুল নামের ভেজাল লাচ্ছা সেমাই, যৌন উত্তেজক সিরাপ ও রুপরাঙ্গা সোয়াবিন তেলসহ প্রায় অর্ধশত পণ্য এর অবৈধ বিশাল ভান্ডার জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম সেলিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিকের নিকট হতে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ।  

কারখানার মালিক দাবিদার ফরিদপুর জেলার মোঃ শফিকুল ইসলাম অপুকে কারখানায় জিজ্ঞাসাবাদ করলে সে কারখানার ও মালামাল উৎপাদনের বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারকে ভেজাল বিরোধী অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএসটিআইয়ের রাজশাহী আঞ্চলিক অফিসের উপ-পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং সেখানে ভেজাল মালামাল জব্দ করে প্রায় ২ কোটি টাকার মালামাল নষ্ট করে ফেলা হয়।

কারখানার মালিক জানান, সে নান্নু বিহারীর নিকট হতে গোডাউন ভাড়া করে ঈদ উপলক্ষে এই সব ভেজাল ব্যবসা করে আসছে। এ ব্যাপারে নান্নু বিহারীর নিকট মোবাইল ফোনে তার কোন সম্পৃক্ততা অছে কিনা জানতে চাইলে মোবাইল ফোন থেকে বলা হয় বিষয়টি আমাদের না আমরা ভাড়া দিয়েছি কিন্তু সে কি করছে তা আমাদের দেখার না। তবে স্যার নেই বিস্তারিত জানতে হলে তাকে ফোন করেন।

 

 

নিউজবাংলা/একে