চলে গেলেন জাপানি ভিডিও গেমের নির্মাতা সাটারু
নিউজবাংলা: ১৩ জুলাই, সোমবার :
ঢাকা: জাপানের ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিনটেনদো জানিয়েছে এর প্রধান নির্বাহী সাটারু ইওয়াটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। খবর বিবিসির।
খবরে বলা হয়, ইওয়াটা গত বছর ক্যান্সার থেকে বাঁচার জন্য শরীরে অস্ত্রপচার করেন। এর জন্য তিনি প্রতিষ্ঠান থেকে ছুটিও নেন। কিন্তু শেষ রক্ষা হল না। ৫৫ বছর বয়সেই তাকে পৃথিবীর মায়া ছোড়ে চলে যেতে হল।
জাপানের গেম সেক্টরে কাজ করার জন্য সাটারু একজন খুবই সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ২০০০ সালে গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনদোতে যোগদান করেন। অতি সম্প্রতি তিনি নিনটেনদোকে মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে অনেক সফলতা এনে দেন।
২০০২ সালে তিনি নিনটেনদোর প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে কোম্পানিটি ব্যাপক সফলতা অর্জন করে।
এ বছর তিনি প্রতিষ্ঠানটির ব্যবসা দ্বিগুন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়নের আগেই তিনি মৃত্যুর কাছে হার মানলেন।
নিউজবাংলা/একে