নিউজবাংলা: ১৩ জুলাই, সোমবার :

আব্দুল্লাহ আল নোমান:

টাঙ্গাইল নতুন বাসটার্মিনালে যানজট লেগেই থাকে। সকালও নেই, সন্ধ্যাও নেই- যানজটের কবলে পড়ে নাকাল হতে হয় যাত্রীসাধারণকে । কোন কোন দিন রাত ১০ টাও লেগে থাকে যানজট ।

দিনে অন্তত ১৫ থেকে ২০ বার যানজটে পড়তে হয় গাড়ি চালকদের। যানজট সৃষ্টি হলে টার্মিনালের এপার থেকে ওপার যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগে যায় । যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। অনেক সময় স্কুল গামী ছাত্র- ছাত্রীরা পড়েন চরম বিপাকে। নতুন বাসটার্মিনাল যেন যন্ত্রণার আরেক নাম ।

যানজটের বিষয়ে সিএনজি চালক আবু তালেব বলেন, এখানে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। যানজট লাগার মূল কারণ – রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে যাত্রী উঠানো । অনেক গাড়ি চালক রাস্তার মাঝখান থেকেও যাত্রী তোলেন। এর জন্য বেশি যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে আমরা ভীষণ সমস্যায় পড়ি।

যানজটের বিষয়ে অটোরিকশা চালক জাফর নিউজবাংলাকে বলেন, টার্মিনালে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ বার যানজটের সৃষ্টি হয়। যানজট লাগলেই এপার থেকে ওপার যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। রাস্তায় অটোরিকশা, সিএনজির সংখ্যা অনেক। এই অটো ও সিএনজি তিন-চার লাইন ধরে চলাচল করে, এর জন্যেও যানজটের সৃষ্টি হয়। রাস্তায় চালকেরা ঠিক মত গাড়ি চালায় না। অনেক সময় হেলপার দিয়েও গাড়ি চালানো হয় । তারার ঠিক মত গাড়ি চালাতে পারে না। গাড়ি ঠিক মত ঘোরাতে পারে না । গাড়ি ঘোরানোর সময় তীব্র যানজট লেগে যায়।

সিএনজি চালক মোহাম্মদ রিজন নিউজবাংলাকে বলেন, টার্মিনাল থেকে গাড়িতে যাত্রী উঠানোর সময় চালকরা প্লেস করার জন্য গাড়িটি রাস্তার দিকে আনে, প্লেস করতে সময় লাগে আর ঠিক তখনই যানজটের সৃষ্টি হয়। রাস্তায় অটোরিকশা ও সিএনজি বেশি হওযার কারণেও বেশি যানজট হচ্ছে ।

যানজট বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহ আরিফুল রহমান নিউজবাংলাকে বলেন, যানজট লাগার মূল কারণ হলোÑ বাস পরিবহনের সাথে যারা জড়িত রয়েছেন, তারা গাড়ি যেখানে সেখানে পার্কিং করেন, একারণেই যানজট লেগে থাকে। নতুন বাসটার্মমিনাল সিএনজির স্ট্যান্ড আছে,তারা রাস্তার উপরও যাত্রী ওঠায়, ইজি বাইক চালকরাও যেকোন জায়গায় গাড়ি পার্কিং করে। মূলত চালকের অদক্ষতা ও যাত্রীদের অসচেতনার কারণে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয় করণীয় হলো- গাড়ি চালদের ট্রেনিং দেওয়া দরকার। শহরে যানজট নিয়ন্ত্রণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের পাশাপাশি পৌরসভা ও বাসমালিক সমিতির পক্ষ থেকেও যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

 

নিউজবাংলা/একে