নিউজবাংলা: ১৩ জুলাই, সোমবার :

ঢাকা: প্রাণঘাতী ভাইরাস মার্সে দক্ষিণ কোরিয়ায় আরেক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মার্সে অন্তত ৩৬ জনের প্রাণহানি হল।

তবে গত পাঁচ দিনে নতুন করে কারও শরীরে মার্সের উপস্থিতির খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, সিউলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার্স আক্রান্ত এক রোগী মারা গেছেন।

রোগীটির নাম-পরিচয় কিংবা অন্য কোনো তথ্য জানানো হয়নি। তবে বলা হয়েছে, তিনি যকৃত ক্যানসারেও আক্রান্ত ছিলেন।

এ পর্যন্ত অন্তত ১৮৬ জনের শরীরে মার্সের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা হয় ৫৬০ জনকে। তাদের মধ্যে ১২৫ জনকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় মার্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে চলতি বছরের ২০ মে। সৌদি আরব সফর শেষে ৬৮ বছর বয়সী এক নারী দেশে ফিরলে তার শরীরে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়।

একনজরে মার্স

সৌদি আরবে ২০১২ সালে ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়।

এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর হতে পারে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসে সমস্যা এবং নিউমোনিয়া ও কিডনি সমস্যা দেখা দিতে পারে।

ভাইরাসটির নাম এসেছে উৎপত্তিভূমি ও সৃষ্ট সমস্যার নামে। মার্সের (এমইআরএস) পুরো নাম মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম।

ইউরোপীয় রোগ নিরাময় ও নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, বিশ্বব্যাপী মার্সে অন্তত এক হাজার ১৬৭ মানুষের আক্রান্ত হওয়ার খবর নিবন্ধিত হয়েছে। এর মধ্যে অন্তত ৪৭৯ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, মার্স ভাইরাসে মৃত্যুঝুঁকি শতকরা ২৭ ভাগ।

 

 

নিউজবাংলা/একে