নিউজবাংলা: ১৩ জুলাই, সোমবার :

ঢাকা: মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আরও তিন মন্ত্রী।

তৃতীয় ব্যাক্তি হিসাবে একজনের নাম শোনা গেলেও তাঁর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।তিনি একজন পূর্ণমন্ত্রী বলে জানা গেছে।

মোট তিন জনের সারসংক্ষেপ আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

দুই একদিনের মধ্যেই তাদের বাদ দিয়ে নতুন কাউকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও সূত্রটি দাবি করেছে। তবে নতুন যারা মন্ত্রিসভায় আসতে পারেন তাদের মধ্যে আলোচনায় রয়েছেন- সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।

 

 

নিউজবাংলা/একে