নিউজবাংলা: ১৯ জুলাই, রবিবার :
ঢাকা: যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বিখ্যাত এম্পেয়ার স্টেট শুক্রবার সন্ধ্যায় সেজেছিল সবুজ আলোতে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর

উপলক্ষে আকাশচুম্বী ভবনের এই বিশেষ আয়োজন। সারা রাত সবুজ আলো ছড়ানোর পর স্থানীয় সময় রাত ২টার দিকে এটি বন্ধ হওয়ার সময় আলো নেভানো হয়।
এ সম্পর্কে এম্পেয়ার স্টেট ভবনের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, মুসলিমদের ধর্মীয় উৎসবকে সম্মান জানাতেই ১০২ তলা উঁচু ভবনের উপরের সর্বোচ্চ অংশটিতে জ্বালানো হয়েছিল ঐতিহ্যবাহী সবুজ আলো। গত কয়েক বছর ধরেই ঈদে এম্পায়ার স্টেটে আলো জ্বালানোর চল শুরু হয়েছে বলেও তিনি জানান।
বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের দিনে বিভিন্ন রঙয়ের আলো দিয়ে সাজানো হয় এম্পেয়ার স্টেটকে। তবে ইস্টার সানডের দিনে এটিকে সাজানো হয় হালকা রঙয়ে। ক্রিসমাসের রাতে লাল আর সবুজ আলোয় ঝকমক করতে থাকে ভবনটি।

নিউজবাংলা/একে