নিউজবাংলা: ১৯ জুলাই, রবিবার :
ঢাকা: ঈদুল ফিতরের তিনদিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার। সে অনুযায়ী আগামীকাল সোমবার থেকে অন্য সব প্রতিষ্ঠানের মত

ব্যাংকগুলোও খোলা হবে। শুরু হবে স্বাভাবিক লেনদেন।
এদিকে টানা ছয়দিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার থেকে লেনদেন শুরু হবে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)। ওই দিন থেকেই উভয় বাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।
রমজানে ব্যাংকগুলোতে বিশেষ ব্যবস্থায় ব্যাংকের লেনদেনের সময়সূচির পরিবর্তন করে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করা হয়েছিল। যা সোমবার থেকে পূর্বের সময় অনুযায়ী অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে লেনদেন।

নিউজবাংলা/একে