সিঙ্গাপুরের দ্যা ন্যাশনাল স্টেডিয়ামে গারানদের হয়ে থিও ওয়ালকট, সান্তি কাজোরলা ও মেসুত ওজিল একটি করে গোল করেন। আর এভারটনের হয়ে একমাত্র গোলটি করেন রস ব্রেকলি। গত মৌসুমে এফ এ কাপ জয়ী আর্সেনালের হয়ে এ ম্যাচে অভিষেক হয় পিটার চেকের। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি থেকে আর্সেনালে পাড়ি দিয়েছেন চেক। এর আগে সেমিফাইনালে সিঙ্গাপুর একাদশের বিপক্ষে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল। তাই এ ম্যাচে দলটি ফুরফুরে মেজাজে ছিল। ম্যাচের ২২ মিনিটে ওয়ালকট গোল করে দলের হয়ে লিড নেন। তবে প্রথমার্ধ আর কোন গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে কাজোরলা দলের হয়ে লিড দ্বিগুন করেন। আক্রমণের ধার বাড়ানো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা খেলার ৬২ মিনিটে আরো একটি গোল পায়। এবার দলের লিড তিনে নিয়ে যান জার্মান তারকা ওজিল। তবে খেলার ৭৫ মিনিটে এভারটনের হয়ে ব্রেকলি একটি গোল করলে শুধুমাত্র ব্যবধানই কমাতে পারে দলটি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।