নিউজবাংলা: ১৯ জুলাই, রবিবার :
গাইবান্ধা: বর্ষার শুরু থেকেই যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার সাঘাটায় যমুনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।

এক সপ্তাহের ভাঙনে উপজলোর ৪টি ইউনিয়নের অন্তত তিনশ ঘরবাড়ি, একশ একর আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পূর্ণবাসন উদ্যোগ নেয়া হয়নি। ফলে গৃহহীন ওই পরিবারগুলোর অনেকেই মানবেতর জীবন-যাপন করছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে শতশত পরিবার।

ভাঙন কবলতি এলাকাগুলো হলো সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রাম, বাশহাটা, গোবিন্দী গ্রাম, ও গজারিয়া ইউনয়িনের জিয়াডাঙা গ্রাম, ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম। ভাঙনের মুখে রয়েছে কমিউিনিট ক্লিনিকসহ প্রায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার কয়েকটি ইউনিয়নের ৬টি গ্রামে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভাঙন কবলিত এলাকার লোকজন তাদের ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আগেই অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।

হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এসব স্থাপনাসহ অসংখ্য পরিবারের বসতভিটা নদীর্গভে চলে যাবে। – See

নিউজবাংলা/একে