নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
ঢাকা:  ওভার ২৪, রান ১০৪, উইকেট ১টি। এই অবস্থায় দলকে রেখে লাঞ্চ করতে যান ডু প্লেসিস (৩০) এবং ডিন এলগার (৩৩)।

খেয়েদেয়ে ফিরেও সমান্তরালে এগিয়ে যাচ্ছিলেন তারা। হঠাৎ তাইজুল আর সাকিবের আঘাতে চাপে পড়ে সফরকারীরা।

সেই চাপ সামলে ওঠার আগেই কাটার বালক মুস্তাফিজের চার বলের ব্যবধানে তিন আঘাত! ডি-কক ডিফেন্স করে হ্যাট্রিক আটকান ঠিকই, তবে পরের বলে তার স্ট্যাম্প ছত্রখান করে দেন ওই সাতক্ষীরা সায়ানাইড। ডি ককের আগে পরপর দুই বলে হাশিম আমলা (১৩) ও জেপি ডুমিনিকে (০) সাজঘরে ফেরান মুস্তাফিজ।

এদিন মুস্তাফিজের ওভার হ্যাট্টিক সহ চার উইকেট ও জুবায়ের হোসেনের তিন উইকেটের ফলে ৮৩.৪ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে মাত্র ২৪৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন টেম্বা বাভুমা।

পরে বাংলাদেশ ব্যাটে নেমে ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৭ রান করে। এমন সময় দিনের খেলা শেষ হয়। দিনশেষে তামিম ইকবাল (১) ও ইমরুল কায়েস (৫) অপরাজিত রয়েছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকে বেশ সতর্কতার সঙ্গে ব্যাট করতে থাকে তারা। বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১৪তম ওভারে। রিয়াদ ফেরান ফন জিলকে (৩৪)। ওভারের চতুর্থ বলে রিয়াদের সিম-আপ বলে গ্লান্স করতে যেয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। এরপর এলগারকে (৪৭) লিটনের দর্শনীয় ক্যাচ বানান তাইজুল। আর প্লেসিসকে (৪৮) বিভ্রান্ত করে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব।

এদিন এক ওভারে দুই উইকেট সহ মোট তিনটি উইকেট নিয়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। ভারনন ফিল্যান্ডার, সাইমন হার্মার ও ডেল স্টেইনকে সাজঘরে ফেরান তিনি।

মঙ্গলবার বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। ওয়ানডেতে দুর্দান্ত বল করার পর একাদশে সুযোগ পাননি বিশ্বকাপের নায়ক রুবেল হোসেন। এমনকি ওয়ানডের ম্যান অব দ্য সিরিজ সৌম্য সরকারকেও রাখা হয়নি। বাদ পড়েছেন দারুণ স্পিন করতে থাকা নাসির হোসেনও।

বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম এই ম্যাচটি শুরু হয়।

কয়েকদিন টানা বৃষ্টির পর গতকাল দুপুরের পর আর বৃষ্টি হয়নি চট্টগ্রামে। সকালেও রোদের দেখা মিলেছে।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টেস্টের সেরা দল। আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। আটবারের দেখায় সাতবার ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশ! সম্প্রতি সময় দক্ষিণ আফ্রিকা এতটাই শক্তিশালী দল যে, ২০০৬ সালের পর তারা দেশের বাইরে কোনো টেস্ট সিরিজই হারেনি।

বাংলাদেশ পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে বাংলাওয়াশ করার পর করে খুলনা টেস্টে ইতিহাস গড়ে মুশফিকবাহিনী। এরপর ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্ট ড্র করে তারা।
– See more at: http://www.dhakatimes24.com/2015/07/21/75178/%E2%80%9C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E2%80%9D%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AA%E0%A7%AE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%A6.-%E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE#sthash.jZHYZwUY.dpuf

নিউজবাংলা/একে